প্রেমিকের মায়ের কথায় দেখা করতে গিয়ে ধর্ষিত স্কুলছাত্রী, তিনজনের নামে মামলা

০৮ ডিসেম্বর ২০২২, ১১:৫২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
প্রেমিকের মায়ের কথায় দেখা করতে গিয়ে ধর্ষিত স্কুলছাত্রী, তিনজনের নামে মামলা

প্রেমিকের মায়ের কথায় দেখা করতে গিয়ে ধর্ষিত স্কুলছাত্রী, তিনজনের নামে মামলা © টিডিসি ফটো

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিয়ের প্রলোভনে এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় বুধবার (৭ ডিসেম্বর) ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সেনবাগ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন; সেনবাগ থানায় দায়েরকৃত মামলা নং ১১। 

মামলার মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী স্কুল ছাত্রী (১৪) স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মিক্ষার্থী। সে তার নানার বাড়িকে থেকে পড়াশোনা করছিল। এই সুবাদে সাতবাড়িয়া গ্রামের প্রতিবেশী মিজি বাড়ির গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান ওরফে শুভ’র সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুন: প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ অভিযুক্ত ছাত্রলীগ সহ-সভাপতি গ্রেপ্তার

গত ৩০ সেপ্টেম্বর রাতে প্রেমিক শুভ’র মা ইয়াসমিন আক্তার তার মোবাইল ফোনে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে পরদিন তাদের বাড়িতে যাওয়ার জন্য বলে। প্রেমিকের মায়ের কথা মতো পরদিন ১ অক্টোবর ওই স্কুল ছাত্রী শুভদের বাড়িতে গিয়ে দেখেন প্রেমিক শুভ ও তার বন্ধু ফরহাদ ছাড়া বাড়িতে আর কেউ নেই। এ সময় স্কুল ছাত্রী ওই বাড়ি থেকে চলে আসতে চাইলে প্রেমিক শুভ বিয়ের প্রলোভনে ওই স্কুল ছাত্রীকে নিজ বসতঘর ডেকে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এরপর ওই ধর্ষক ফের স্কুল ছাত্রীকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ৭ নভেম্বর পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলা কাশিপুর গ্রীন পার্ক নামের একটি বিনোদন কেন্দ্রে নিয়ে পুনরায় ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রেমিক মেহেদী হাসান শুভ  ও তার বন্ধু ফরহাদ এবং শুভ ‘র মা ইয়াসমিন আক্তারসহ তিনজনকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬