ছাত্রদের সামনে শিক্ষককে পিটিয়ে শ্রীঘরে আওয়ামী লীগ নেতা

৩০ নভেম্বর ২০২২, ১২:০৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
মাদারীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খা

মাদারীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খা © সংগৃহীত

মাদারীপুরে শিক্ষার্থীদের সামনে শিক্ষককে মারধরের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খাকে (৬৫) পুলিশ গ্রেফতার করেছে।মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে কালিকাপুর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় শিক্ষক কাজী এনামুল হক থানায় অভিযোগ দেন।

দেলোয়ার খা উপজেলার কালিকাপুর ইউনিয়নের মৃত জাহিদ খার ছেলে। ভুক্তভোগী ও পুলিশ জানিয়েছে, চার বছর ধরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করছেন এনামুল হক। আওয়ামী লীগের সদস্য দেলোয়ার খার মামাতো ভাই আক্তার খা বিদ্যালয়ের সামনে পুরি-সিঙারার দোকান দিয়ে ব্যবসা করেন। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে বাইরের দোকান থেকে এসব খেতে নিষেধ করেন শিক্ষক এনামুল হক।

আরো পড়ুন: প্রাইভেটের টাকা না পেয়ে পরীক্ষার হলে দুই ছাত্রীকে মারধর

এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার খা মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালীন প্রবেশ করে শিক্ষার্থীদের সামনে শিক্ষক এনামুলকে এলোপাতাড়ি কিল ঘুষি ও চর থাপ্পড় মারেন। পরে হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক এনামুল থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করে দেলোয়ার খাকে গ্রেফতার করেছে। 

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম বলেন, দেলোয়ার খা উপজেলা আওয়ামী লীগের সদস্য। তবে গ্রেফতারের বিষয়টি জানা নেই। সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬