ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

২৯ নভেম্বর ২০২২, ০৭:২০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM

© সংগৃহীত

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম নামের এক প্রধান শিক্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আসামীকে।

রায়ে আদালত বলেছেন, আসামিকে ৯০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। এতে ব্যর্থ হলে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ট্রাইব্যুনালে জমা দিতে হবে। ওই অর্থ ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী ছাত্রীকে দেওয়া হবে। মঙ্গলবার রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন এই রায় দেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর শিক্ষা তহবিলের আকার বাড়ছে

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রধান শিক্ষক আবদুর রহিম। ঘটনার ৯ দিন পর লংগদু থানায় এ বিষয়ে মামলা হয়। ওই বছরের ২৮ নভেম্বর পুলিশ আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী রাজীব চাকমা বলেন, রাঙামাটির জন্য এটি একটি যুগান্তকারী রায়। উক্ত রায়ের ফলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে। আসামিপক্ষের আইনজীবী মোখতার আহম্মদ বলেন, আমরা ন্যায়বিচার পাইনি। উচ্চ আদালতে যাব।

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬