হাসপাতাল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

২০ অক্টোবর ২০২২, ০১:৩১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
 ছাত্রের লাশ উদ্ধার

ছাত্রের লাশ উদ্ধার © ফাইল ছবি

রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) ভাটারা থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করেছে। মৃতের নাম ফারহান লাব্বি সুফল (২৩)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। ভাটারা থানার সাঈদনগর সোসাইটিতে পরিবারের সঙ্গে থাকতেন ফারহান। তার বাবার নাম জয়নাল আবেদিন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ময়নাতদন্ত সম্পন্ন হবে জানিয়েছে হাসপাতাল মর্গ সূত্র। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউল আজম ভূঁইয়া জানান, ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে বুধবার ভোরে এভারকেয়ার হসপিটালের জরুরি বিভাগ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফারহানের মরদেহ উদ্ধার করা হয়‌। আইনি প্রক্রিয়া শেষে ওই দিন সন্ধ্যায় লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশের ওই কর্মকর্তা জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে অসুস্থ হয়ে পড়লে ফারহানকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তবে কী কারণে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
​পটুয়াখালী-৩: নুর ও মামুনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬