ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারালেন ঢাকা কলেজছাত্র

১৭ অক্টোবর ২০২২, ০৬:৫২ PM
মোঃ স্বাধীন সরকার

মোঃ স্বাধীন সরকার © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় ছিনতাইয়ের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে মোঃ স্বাধীন সরকার নামে ঢাকা কলেজের এক ছাত্র ৷ তিনি কলেজের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ৷ এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন৷ মামলায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করা হয়েছে। 

শনিবার (১৫ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে লালমাটিয়ায় ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে তার চাচাত ভাই বিআরটিএ কর্মকর্তা মোশাররফ হোসেন সবুজও ছিলেন।

মামলার এজাহারে ঢাকা কলেজের শিক্ষার্থী মোঃ স্বাধীন সরকার উল্লেখ করেন, ১৫ অক্টোবর রাতে আমি ও আমার চাচাতো ভাই বিআরটিএ কর্মকর্তা মোশারফ হোসেন সবুজ  ঢাকা কলেজের সামনে হতে একটি রিকশায়  বাসার উদ্দেশ্যে রওয়ানা হই ৷ রাত সাড়ে বারোটায় লালমাটিয়া এলাকার সানরাইজ প্লাজার সামনের মিরপুর সড়কে ভাসমান পান-সিগারেটের দোকান দেখে রিকশা থামাই। এসময় ওই স্থানে একটি মোটরসাইকেলে দুই জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখি ৷ মোটরসাইকেলে থাকা অজ্ঞাতনামা পাঞ্জাবি পরা একজন লোক আমাদের বহনকারী রিকশাচালকে জেরা শুরু করে। তখন আমি ঐ লোককে তার পরিচয় জিজ্ঞেস করলে আমার সাথে খারাপ আচরণ শুরু করে এবং গেঞ্জির কলার ধরে আমাকে একটা থাপ্পড় মারে৷ এ সময় আমাদের মাঝে তর্কাতর্কি হয়৷ এর কিছু সময়ের মধ্যেই লালমাটিয়ার ভেতর থেকে আরেকটি মোটরসাইকেলে আরো দুইজন ঘটনাস্থলে আসে ৷ এ সময় মোটরসাইকেলে থাকা একজন লোক আমার পিছনে কিছু একটা ঠেকিয়ে গুলি করার ভয় দেখিয়ে আমাকে ও আমার চাচতো ভাইয়ের কাছে যা কিছু আছে সব  দিয়ে দেওয়ার জন্য বলে ৷

ভুক্তভোগী ছাত্র অভিযোগ করেন, সেসময় বাড়ি ভাড়া বাবদ তার কাছে থাকা ১৯ হাজার ৫শ টাকা এবং তার চাচাতো ভাইয়ের কাছে থাকা ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তাঁরা৷  

আরও পড়ুন: ‘জবির খরচ বাঁচাতে এগিয়ে আসার’ আহ্বান শিক্ষার্থীদের

ছিনতাইয়ের কবলে পড়া ঢাকা কলেজের শিক্ষার্থী স্বাধীন সরকার বলেন, ছিনতাইকারীরা মারধোর করে টাকা ছিনিয়ে নিয়েছে। আমাদের দুই জনের কাছে থাকা ৪৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় তারা। তাদের বারবার অনুরোধ করেও কোন লাভ হয়নি। তারা রিকশা চালকের থেকেও টাকা ছিনিয়ে নেয়৷ পরবর্তীতে আমাদের বাসায় চলে আসি। ঘটনার পরে আমরা মানসিকভাবে ভেঙ্গে পরেছি। কিছুটা স্বাভাবিক হয়ে ঘটনার বিষয়ে আত্মীয় স্বজনদের সাথে আলাপ আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করি।

মামলার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মামলাটি নিয়ে আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে৷অগ্রগতি আমরা আপনাদেরকে জানাবো ৷

বৈষম্যহীন সমাজ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের আহ্বান স্বাস্থ্য উপ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্লে-অফের আগে আরও এক তারকাকে দলে ভেড়াল সিলেট টাইটান্স
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফাঁকা ৩২ আসনে যাদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রেসের ধীরগতি, মাধ্যমিকে কোনও শিক্ষার্থীই শতভাগ নতুন বই পা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ক্রিকেটারদের সঙ্গে স্বচ্ছতা ও দায়বদ্ধতায় অটল সিলেট টাইটান্স 
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিকাশ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9