চিরচেনা ছন্দে নেই সাকিব, একাদশে সুযোগ কি মিলবে

১৮ মে ২০২৫, ০৭:১১ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০২:০৭ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

প্রায় ৬ মাস ধরে ২২ গজের বাইরে সাকিব আল হাসান। সবশেষ যখন মাঠে নেমেছিলেন, তখনো খুব একটা ফর্মে ছিলেন না এই অলরাউন্ডার। আর সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। সবমিলিয়ে ক্যারিয়ারের দ্বারপ্রান্তে এসে চিরচেনা ছন্দে ফেরার অপেক্ষায় সাবেক এই টাইগার দলপতি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একদম শেষদিকে এসে দল পেয়েছেন সাকিব। যে ম্যাচটি আবার অলিখিত কোয়ার্টার ফাইনাল হিসেবেই ধরা হচ্ছে। কেননা, এই ম্যাচে হারলে এবারের আসর থেকে বিদায় নেবে লাহোর কালান্দার্স। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে, বাঁচামরার এই লড়াইয়ে অফফর্মে থাকা সাকিব কি একাদশে সুযোগ পাবেন?

এমন প্রশ্ন মোটেই অস্বাভাবিক নয়, আর সাকিবের সাম্প্রতিক ফর্মও প্রশ্নটি আরও বেশি উস্কে দিচ্ছে। এর আগে, যতবারই পিএসএলে খেলেছেন, বরাবরই একাদশের অটোচয়েজ ছিলেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এবারের গল্পের উপ্যাখান একেবারেই ভিন্ন। ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার পরবর্তী পরিস্থিতিতে তাকে দলে টেনেছে লাহোর। সাকিবও বেশ ভালোভাবেই এই পরিস্থিতি প্রসঙ্গে অবগত। তাই একাদশে সাকিবের সুযোগ পাওয়া-না পাওয়া নিয়ে এক কথায় উত্তরও সম্ভব না।

এদিকে কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে সাকিবকে একাদশে রাখতে পারে লাহোর। ভারত-পাকিস্তান সংঘাতে লাহোরের অলরাউন্ডার ডেভিড ভিসা ও উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংস দলের সঙ্গে যোগ দেননি। আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে আরেক টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনকেও পাচ্ছে না দলটি।

তাদের অনুস্থিতিই সবশেষ গেল নভেম্বরের পর পেশাদার ক্রিকেটে না খেলা সাকিবের একাদশে সুযোগ পাবার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। এ ছাড়া প্লে-অফ নিশ্চিত করলে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট থাকায় সিকান্দার রাজাকে পাবে না লাহোর। সেই বিবেচনায়ও থাকছেন সাকিব।

অন্যদিকে গত জানুয়ারির পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলা শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষেকেও দলে ভিড়িয়েছে লাহোর। আরেক লঙ্কান কুশল পেরেরাকেও নিয়েছে দলটি। সহজ করে বললে, নতুন করে পিএসএল শুরুর পর নতুন করেই বিদেশি ক্রিকেটারদের স্কোয়াডে টেনেছে লাহোর। এক্ষেত্রে একাদশ সাজাতে বেশ বিপাকে পড়তে হচ্ছে লাহোরের।

তবে সবকিছু বিবেচনায় অলিখিত ফাইনালে সিকান্দার রাজা খেলছেন, এটা একেবারে নিশ্চিত। তিনি ছাড়াও বিদেশি হিসেবে টম কারেন, রাজাপক্ষে, কুশল পেরেরা ও সাকিব রয়েছেন। তাদের মধ্য থেকেই তিনজন একাদশে জায়গা পাবেন। সেক্ষেত্রে অভিজ্ঞতা বিবেচনায় একাদশে জায়গা পেতে পারেন সাকিব। 

আর সাকিব ছাড়া লাহোরের স্কোয়াডে আরও একজন বাঁহাতি স্পিনার রয়েছেন। ৯ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি। ওভারপ্রতি তার গড় মাত্র ৭ দশমিক ৪১। ফলে, একইসঙ্গে দুজন বাঁহাতি স্পিনার লাহোর খেলাবে কি না, এটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে।

১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতা হামিমকে দেখে খোঁজ নিলেন তারেক রহমান
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9