পারভেজের রেকর্ড সেঞ্চুরিতে বড় পুঁজি বাংলাদেশের

বাংলাদেশ-আমিরাত ম্যাচ
বাংলাদেশ-আমিরাত ম্যাচ  © সংগৃহীত

ছক্কার রেকর্ড, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি-সবমিলিয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই করলেন পারভেজ হোসেন ইমন। বাকি সতীর্থদের কেউ যোগ্য সঙ্গ না দিতে পারলেও তার ব্যাটে চড়েই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।

শনিবার (১৭ মে) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিম। মতিউল্লাহ খানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন এই ওপেনার। ফেরার আগে ৯ বলে সমান এক চার ও ছক্কায় তার ব্যাট থেকে ১০ রান এসেছে।

তিনে নেমে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাস-ও সুবিধা করতে পারেননি। মুহাম্মদ জাওয়াদউল্লাহর দারুণ এক ইয়র্কারে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে দলীয় ৪৯ রানে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার। নেতৃত্বের অভিষেকে ৮ বলে ১১ রানে থেমেছে তার ইনিংস।

জোড়া উইকেট হারালেও দলীয় স্কোরশিট ঠিকই সচল রেখেছিলেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তার ঝোড়ো ব্যাটিংয়ে ১০ ওভারেই একশ ছাড়ায় বাংলাদেশের সংগ্রহ।

অন্যপ্রান্তে বড় ইনিংসের আভাস দিলেও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি তাওহীদ হৃদয়। তৃতীয় উইকেটে ইমনের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে ব্যক্তিগত ২০ রানে ফেরেন মিডল-অর্ডার এই ব্যাটার। এরপর শেখ মেহেদীও আস্থার প্রতিদান দিতে পারেননি।

তবে সতীর্থদের বিদায়ে একার লড়াই জিইয়ে রাখেন ইমন। চার-ছক্কার ফোয়ারা ছুটিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। ৫৩ বলে তিন অঙ্কের দেখা পেয়েছেন। ইনিংসের শেষ ওভারে জাওয়াদউল্লাহর বলে বোল্ড হওয়ার আগে ৫ চার ও ৯ ছক্কায় ৫৪ বলে ১০০ রান করেছেন ইমন।

আমিরাতের বোলারদের মধ্যে ৪ ওভার বল করে ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন জাওয়াদউল্লাহ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!