অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

০৯ মে ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
আইপিএল ট্রফি

আইপিএল ট্রফি © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর স্থগিত ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।  ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই । এই ব্যাপারে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে ক্রিকেট পোর্টাল ইএসপিএনক্রিকইনফো।

এর আগে, ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি প্রথম ইনিংস চলাকালেই বাতিল করে দেওয়া হয়। শুরুতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ম্যাচটি বন্ধ ঘোষণা করা হলেও নিরাপত্তার শঙ্কায় ১০ মিনিটের মাথায় তা পরিত্যক্ত ঘোষণা দেওয়া হয়। বিমানবন্দর বন্ধ থাকায় শুক্রবার সকালে আইপিএলের ব্যবস্থাপনায় একটি বিশেষ ট্রেনে দিল্লিতে যাত্রা করেন দুই দলের খেলোয়াড় ও স্টাফরা।

বিশ্বের জনপ্রিয় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ মাঠে গড়িয়েছে, এর মধ্যে ধর্মশালার বাতিল হওয়া ম্যাচটিও রয়েছে। গ্রুপ পর্বে এখনও ১২টি ম্যাচ বাকি রয়েছে; এর মধ্যে হায়দ্রাবাদ ও আহমেদাবাদে তিনটি, বেঙ্গালুরু ও লখনৌতে দুটি এবং দিল্লি, চেন্নাই, মুম্বাই ও জয়পুরে একটি করে ম্যাচ হওয়ার কথা ছিল। এ ছাড়া  হায়দ্রাবাদ ও কলকাতায় প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জামায়াতের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার : মাহদী
  • ২৪ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বগুড়াকে সিটি করপোরেশন করা হবে: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ৩০ প্রার্থীর মধ্যে উচ্চশিক্ষিত ২৬ জন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬