সুখবর পেলেন মিরাজ

০৫ মে ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সিলেট টেস্টে হেরে বেশ বিপাকে পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তবে চট্টগ্রাম টেস্টে দলকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচাতে বড় ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ।

সাগরিকায় ব্যাটে-বলে সামনে থেকে লড়াই করেন এই অলরাউন্ডার। সেঞ্চুরি ও ফাইফারে দলকে স্বস্তির জয় এনে দেন। লড়াকু সেই পারফরম্যান্সের সুবাদে আইসিসি থেকেও সুখবর পেলেন তিনি। আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মিরাজ।

এ তালিকায় তার সঙ্গে থাকা অপর দুইজন হলেন- জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স।

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেন মিরাজ। এতে দেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। তবে দলের হারের দিনে তার ব্যক্তিগত প্রাপ্তিকে মলিন করেছিল।

চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটে-বলে ঝলক দেখিয়ে দলের জয় নিশ্চিত করেন মিরাজ। প্রথম ইনিংসে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে টানা ৫ উইকেট শিকার করে দলকে বড় জয় এনে দেন এই অলরাউন্ডার। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ।

এদিকে ২০২৩ সালের মার্চে লাল-সবুজের পুরুষ ক্রিকেটার হিসেবে সর্বশেষ আইসিসির মাসসেরা হয়েছেন সাকিব আল হাসান। একই বছরের নভেম্বরে একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাহিদা আক্তার মাসসেরা স্বীকৃতি পেয়েছেন। এবার দুই বছরের বেশি সময় পর ফের বাংলাদেশে আসতে পারে এই পুরস্কার। আগামী সোমবার বিজয়ীর নাম ঘোষণা করবে আইসিসি।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বগুড়াকে সিটি করপোরেশন করা হবে: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ৩০ প্রার্থীর মধ্যে উচ্চশিক্ষিত ২৬ জন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফরিদপুরের মধুখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১
  • ২৪ জানুয়ারি ২০২৬
মায়ের কোল থেকে দুধের শিশুকে ছিনিয়ে কুয়োয় ফেলে দিল বাঁদর
  • ২৪ জানুয়ারি ২০২৬