তাসকিন-লিটনের অধিনায়কত্ব প্রসঙ্গে যা বললেন সুজন

লিটন দাস, খালেদ মাহমুদ সুজন, তাসকিন আহমেদ
লিটন দাস, খালেদ মাহমুদ সুজন, তাসকিন আহমেদ  © সংগৃহীত

গেল ডিসেম্বরে টি-টোয়েন্টি দলের অধিরায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকে শান্তর স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নানান কৌতূহল থাকলেও নতুন করে এখনো কোনো নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আলোচনায় রয়েছেন।

সম্ভাব্য এই তালিকায় অন্যতম পেসার তাসকিন আহমেদ। তবে নেতৃত্বের খুব বেশি অভিজ্ঞতা নেই অভিজ্ঞ এই পেসারের। এরপরও তার ওপরেই আস্থা রাখছেন খালেদ মাহমুদ সুজন।

শনিবার (৫ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলছিলেন, 'ওয়াসিম আকরাম পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ইমরান খান দিয়েছেন, ইয়ান বোথাম দিয়েছেন। তারা অলরাউন্ডার ছিলেন, যদিও এটা বলতেই পারেন। পেস বোলাররা অধিনায়কত্ব করতে পারবেন না, এই কথাটা একদম ঠিক না।'

সুজন যোগ করেন, 'যদি তাসকিনের ইনজুরি হয়, অধিনায়কত্ব করতে না পারে, তো দলে একজন ভাইস ক্যাপ্টেন থাকবেন; সে চালিয়ে নেবে। এটা তো আসলে বোর্ডের ব্যাপার। পেসাররা অধিনায়কত্ব করতে পারবে না, এটা ভুল কথা। নলেজ থাকাটা গুরুত্বপূর্ণ, তাসকিনের মধ্যে অধিনায়কত্ব ম্যাটেরিয়ালন্স আছে কি না, এটা গুরুত্বপূর্ণ।'

এদিকে সম্ভাব্য এই তালিকায় লিটন দাস-ও রয়েছেন। এ প্রসঙ্গে সুজন বলেন, 'বোর্ডের সিদ্ধান্ত তাকে দলে নেবে কি নেবে না, আগে চিন্তা করতে হবে। যদি দলে না থাকে, তাহলে অধিনায়কত্ব কিভাবে দেবেন। আগে সে দলে ফিরুক, আমি মনে করি লিটন এখনো বাংলাদেশের টপ ব্যাটারদের একজন। খারাপ সময় মানুষের থাকতেই পারে।'


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence