এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী, মাত্রা ছিল ৩ দশমিক ৬
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ PM
রাজধানী ঢাকা ও আশপাশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বরর) বিকেল ৪টা ১৫ মিনিট ২০ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
পরে অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।
গত শুক্র (২১ নভেম্বর) ও পরদিন শনিবার (২২ নভেম্বর) প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারটি ভূমিকম্পের ঘটনা ঘটে। এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী।
উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শুক্রবাররের ভূমিকম্পে ১০ জন নিহত হয়। আহত হয় ছয়শ’র বেশি মানুষ। পরদিন শনিবার পরপর সন্ধ্যায় দুটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭, যা অনুভূত হয়েছে ঢাকার বাড্ডা এলাকায়। এর ঠিক এক সেকেন্ড পর আরেকটি ৪.৩ মাত্রার ভূমিকম্প হয় নরসিংদীতে।