হিজাব পরে সিম কার্ড বিক্রি করছেন এইচএসসি পরীক্ষার্থী

১৫ নভেম্বর ২০২১, ০৪:৫৭ PM
রাস্তার পাশে সিম কার্ড বিক্রি করছেন শম্পা

রাস্তার পাশে সিম কার্ড বিক্রি করছেন শম্পা © টিডিসি ফটো

কখনো মেঘ, কখনো রোদ; আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মাঝে রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে রাস্তার একপাশে টেবিল নিয়ে বসে আছেন হিজাব পরিহিত এক নারী। আর তার টেবিল ঘিরে দাঁড়িয়ে আছেন লোকজন।

দূর থেকে  টেবিল দেখেই বুঝা যাচ্ছিল কিছু একটা বিক্রি করছেন তিনি। কাছে গিয়ে তার পরিচয় এবং কি করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নাম শম্পা। আমি স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি সিম বিক্রির কাজও করছি।’ 

রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষা দিবেন। কিন্তু সংসারে অবদান রাখতে সৎ পথে উপার্জনের এই পথে বের হয়েছেন তিনি। শম্পা বলেন, আমার বিয়ে হয়েছে। কিন্তু আমি স্ত্রী হিসেবে সংসারে অবদান রাখতে সিম বিক্রি করছি। 

নিজের পায়ে দাঁড়াতে অন্য নারীদের কাজ করতে উৎসাহ দিয়ে শম্পা বলেন, ‘আমি হিজাব পরেই ব্যবসা করছি। এতে আমি মোটেও লজ্জিত নই। আর এখন পর্যন্ত  কোনো বাধার সম্মুখীন হইনি। অর্থনৈতিকভাবে সাবলম্বী হতে নারীরা এমন যেকোনো কাজ করতে পারেন।’

সম্পার এমন কাজকে ইতিবাচক চোখে দেখছেন ক্রেতারাও। তার কাছ থেকে সিম কার্ড কিনতে আসা ইসমাইল নামের একজন ক্রেতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অনেক সময় অভাবের তাড়নায় নারীরা নানা অপরাধে জড়িয়ে পড়েন। কিন্তু, তিনি (শম্পা) নারী হয়েও নিজের শালীনতা রক্ষা করে ব্যবসা করছেন—  এটি সত্যিই প্রশংসনীয়।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে নারীরা কাজ করলে সেটাকে ছোট করে দেখা হয়। এটি কখনো উচিত নয়। বরং সমাজ এবং দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের শ্রমকে কাজে লাগানো উচিত। শম্পার কাজ আমার ভালো লেগেছে।’

বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য চাইল মাউশি
  • ২৬ জানুয়ারি ২০২৬