সিলেটে ছাত্র খুনের ঘটনা তদন্তে কমিটি

২২ অক্টোবর ২০২১, ০১:০২ PM
নিহত শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত (২০)

নিহত শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত (২০) © ফাইল ছবি

ছুরিকাঘাতে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী খুনের ঘটনায় তিনদিনের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করেছে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। একই সাথে হত্যার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি বিবেচনায় আগামী ২৬ অক্টোবর পর্যন্ত কলেজে পাঠদান থাকবে। তবে, এ সময়ে পূর্ব ঘোষিত পরীক্ষা যথারীতি চলবে। আর তদন্ত কমিটি কমিটি আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট প্রদান করবে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে কথা কাটাকাটির জেরে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে সাবেক এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত (২০)।  

নিহত মো. আরিফুল ইসলাম রাহাত উপজেলার ধরাধরপুর গ্রামের প্রবাসী সুরমান আলীর ছেলে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কলেজের অভ্যন্তরে কথা কাটাকাটির জেরে ওই কলেজের সাবেক এক শিক্ষার্থী রাহাতের পায়ে ছুরি দিয়ে আঘাত করে। পরে অন্য সহপাঠীরা তাকে উদ্ধার করে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ছুরিকাঘাত করা সাবেক ওই ছাত্রকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সের বিজয় মিছিল, উচ্ছ্বাসে মাতল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
দায়িত্বগ্রহণের চার মাসে ২২৫ কাজ ও উদ্যোগ, সংবাদ সম্মেলন করে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তুলা উন্নয়ন বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৪, আবেদন এইচএ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে তিন বিকল্প বিবেচনায় পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘ইসলামের বাক্স ছিনতাই হয়ে যাওয়ায় জোট থেকে বের হয়েছি’
  • ২৬ জানুয়ারি ২০২৬