কলেজে কেন শাড়ি পরে গেলেন তিন ছাত্র

০৪ জানুয়ারি ২০২০, ০৭:২৭ PM

কলেজের বার্ষিক অনুষ্ঠান ছিল আজ শনিবার। শিক্ষার্থী আকাশ, সুমিত, রুশিকেশ অনুষ্ঠানে শাড়ি পরে গেছেন। লিঙ্গ বৈষম্য নিয়ে বিশেষ বার্তা তুলে ধরতেই তারা শাড়ি পরে গেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গেছে। সেখানে অনেকে তাদের ব্যাপক প্রশংসাও করছেন।

ভারতের পুনের ফার্গুসন কলেজের বার্ষিক অনুষ্ঠানে অধিকাংশ ছাত্রী শাড়ি বা সালোয়ার-কুর্তা পরে যায়। ছাত্ররা ফরমাল পোশাকে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে। তবে শনিবারের অনুষ্ঠানের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তৃতীয় বর্ষের তিন ছাত্র।

শাড়ি পরে কলেজে যাওয়া ছাত্ররা জানান, কোথাও লেখা নেই ছেলেরা ছেলেদের পোশাকে আর মেয়েরা মেয়েদের পোশাকে আসবে। সেটা ভেবেই আমরা সচেতনতার বার্তা দিতে একটু অন্য রকম পোশাক পরি। এজন্য শাড়ি পরে এসেছি। শাড়ি পরে যাওয়া আকাশ পওয়ার বলেন, শাড়ি জোগাড় করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছে আমাদের। শাড়ি পরার জন্য আমরা আমাদের বন্ধুর সাহায্য নিয়েছি। তবে শাড়ি পরার পর বুঝতে পারলাম, এটা কতটা ঝামেলার জিনিস।

শাড়ি পরে এসে ওই তিন ছাত্র লিঙ্গ-সমতার বার্তা দিয়েছেন। তাদের এই প্রয়াসকে শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও সমর্থন করেছেন। শাড়ি পরা তিন ছাত্রের সরল মন্তব্য, এবার বুঝতে পেরেছি, সাজতে গিয়ে কেন মেয়েদের এত সময় লাগে।

ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬