ঢাকা সিটি কলেজ

বাথরুমে ধূমপানরত অবস্থায় ভেপ মেশিনসহ আটক দুই শিক্ষার্থী, শাস্তিস্বরূপ টিসি

কলেজের ২নং ভবনের ২য় তলার বাথরুমে হাতেনাতে ধরা হয় দুই শিক্ষার্থীকে
কলেজের ২নং ভবনের ২য় তলার বাথরুমে হাতেনাতে ধরা হয় দুই শিক্ষার্থীকে  © এআই সম্পাদিত ছবি

ঢাকা সিটি কলেজের বাথরুমে ধূমপানরত অবস্থায় ও ভেপ মেশিনসহ একাদশ শ্রেণির দুইজন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। সম্প্রতি এ ঘটনার পর গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) তাদের অভিভাবক ডেকে গত দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে। তারা দুইজনই এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

কলেজের ২নং ভবনের ২য় তলায় এই ঘটনা ঘটেছে। এরপর কলেজের শিক্ষার্থীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর কাজি নেয়ামুল হক। তিনি বলেন, ঢাকা সিটি কলেজ পুরোপুরি ধূমপান ও রাজনীতিমুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। তাই আইন ভঙ্গ করায় তাদের শাস্তিস্বরূপ টিসি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষক-গবেষক

এদিকে কলেজের এক সতর্কতামূলক নোটিশে বলা হয়, ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীকে এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে, ধূমপানরত অবস্থায় ও ভেপ মেশিনসহ একাদশ বিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষার্থীকে কলেজের ২নং ভবনের ২য় তলার বাথরুমে হাতেনাতে ধরা হয়। তাদের অভিভাবক ডেকে গত ২১ সেপ্টেম্বর দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে টিসি দেওয়া হয়েছে। এই ঘটনা থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হলো।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর কাজি নেয়ামুল হক স্বাক্ষরিত ওই নোটিশে আরও বলা হয়, ঢাকা সিটি কলেজ সম্পূর্ণরূপে ধূমপান ও রাজনীতিমুক্ত একটি আদর্শ কলেজ। কোন শিক্ষার্থী হ্যাপি আর্কেড বা কলেজ সংলগ্ন এলাকায় জটলা পাকালে ও আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।


সর্বশেষ সংবাদ