অপসারণের দাবিতে অধ্যক্ষ অবরুদ্ধ, সেনাবাহিনী এসে উদ্ধার

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করলে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার করেন

অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করলে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে উদ্ধার করেন © সংগৃহীত

বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন। পরে সেনাবাহিনীর সদস্যরা অধ্যক্ষকে উদ্ধার করেন। আজ (রবিবার ২৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ অধ্যক্ষর বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে। পরে খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবরুদ্ধ অধ্যক্ষ শাহাদত হোসেনকে উদ্ধার করেন।

এদিকে, শিক্ষার্থীদের একটি পক্ষে অধ্যক্ষের পক্ষে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ, অভিভাবক মিলে পরিস্থিতি সামাল দেন।

জানা গেছে, বিদ্যালয়ের সেশন ফি বাড়ানো, বেতন বাড়ানোসহ নানা অভিযোগ তুলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এরপর দুপুর ১২টা থেকে দিনব্যাপী বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। বিকেলে জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিনিধি বিষয়টি নিয়ে সমাধানে এগিয়ে এলেও তিনি পরে ফিরে যান। এদিকে বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অধ্যক্ষ শাহাদত হোসেন তাঁর কক্ষে অবরুদ্ধ হয়ে থাকেন।

এ বিষয়ে অধ্যক্ষ মো. শাহাদত হোসেন জানান, যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে বিষয়টি সমাধান করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন বলেন, ‘বিধি মোতাবেক বেতন ও সেশন ফি কমানো হবে। আর অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানে যাবেন না।’

 

ট্রাম্পের নজর এবার গ্রিনল্যান্ডের দিকে, হুমকি বন্ধে ড্যানিশ…
  • ০৫ জানুয়ারি ২০২৬
ট্রাম্পের হুমকির পর সশস্ত্র বাহিনীকে সতর্ক করল কলম্বিয়ার প…
  • ০৫ জানুয়ারি ২০২৬
শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন হতে পারে চলতি সপ্তাহেই, তবে...
  • ০৫ জানুয়ারি ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, আবেদন অনলাইনে
  • ০৫ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে গ্রিনল্যান্ড নিয়ে হুমকি দেওয়া বন্ধ করতে বললেন ডেন…
  • ০৫ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে শীর্ষ বাম নেতাদের সাক্ষাৎ
  • ০৫ জানুয়ারি ২০২৬