ভাইরাল হতে মদের বোতলে জুস ভরে টিকটক স্কুল শিক্ষক-শিক্ষার্থীদের

ডোপ টেস্টে নির্দোষ
২৪ মার্চ ২০২৪, ১০:০৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
শিক্ষাসফরের বাসে মদের বোতলে জুস নিয়ে মদ্যপান

শিক্ষাসফরের বাসে মদের বোতলে জুস নিয়ে মদ্যপান © ফাইল ছবি

টিকটকে ভাইরাল হতে শিক্ষাসফরের বাসে মদের বোতলে জুস নিয়ে মদ্যপানের অভিনয় করে ভিডিও করে শিক্ষার্থীরা। পরে সামাজিক মাধ্যমে সেটি ছড়িয়ে পরে। ওই ঘটনায় মদ্যপানের অভিযোগ এনে বিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। 

তবে ডোপ টেস্ট আর তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে, টিকটকে ভাইরাল হতেই মদের বোতলে জুস ভরে পান করার দৃশ্যের ভিডিও ধারণ করে শিক্ষার্থীরা। 

২৪ ফেব্রুয়ারি মাদারীপুর জেলার শিবচরের শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের থেকে পিকনিক করতে নারায়ণগঞ্জের সোনারগাঁও যায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী ও তাদের শিক্ষকেরা। যাওয়ার পথে বাসের ভেতর মদের বোতল থেকে তরল বস্তু পান করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা মদ বলে প্রচারিত হয়। 

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিদ্যালয়ের দুই শিক্ষক ওয়ালিদ মোর্শেদ ও আল নোমানকে সাময়িক বরখাস্ত এবং চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। 

জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডোপ টেস্টে অভিযুক্তদের শরীরে মদের কোনো আলামত পাওয়া যায়নি। 

বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪০০। সেখান থেকে নবম ও দশম শ্রেণির ৪১ শিক্ষার্থী পিকনিকে অংশ নেয়। তাদের সঙ্গে যান বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক-কর্মচারী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন শিকদার বলেন, পুরাতন মদের বোতল সংগ্রহ করে শিক্ষার্থীরা টিকটক করার জন্য জুস ভরে ভিডিও করে। আর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে একদিকে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, অন্যদিকে মানসম্মান নষ্ট হয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের।

তিনি বলেন, এটি প্রথমে বুঝতে পারলে সবাইকে সতর্ক করা হতো। শেষমেশ সবাইকে ডোপ টেস্ট করানো হলে, সবার নেগেটিভ আসে রিপোর্টে। কিন্তু বিদ্যালয়ের যা ক্ষতি হয়েছে সেটা কখনই পূরণ হওয়ার নয়।

মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাবিব উল্লাহ খান জানান, ঘটনার পর তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করে জেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তদন্তে উঠে এসেছে মদ নয়, বোতলে জুস পানের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঢাকার তিন আসনে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ 
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিয়ন্ড দ্য মেট্রিক্স ২০২৬: আইইউটিতে ভবিষ্যৎ লিডার তৈরির এক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম— প্রশ্ন মীর স্নিগ্ধের
  • ২৫ জানুয়ারি ২০২৬
ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশকনিধন কর্মসূচি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬