এইচএসসি সমমান মর্যাদা পেল ‘হেট’ কোর্স

১৮ মার্চ ২০২৪, ০৭:২৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © সংগৃহীত

হায়ার এডুকেশন টেস্ট (হেট) সার্টিফিকেট কোর্সকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে—জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্প্রতি তিন বছর মেয়াদি হেট কোর্সকে সার্টিফিকেট কোর্সের কারিকুলাম এইচএসসি সমতুল্য হিসেবে সম্মতি দিয়েছে। হেট কোর্সের সনদ অর্জনকারী শিক্ষার্থীরা তাদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিধি মোতাবেক সমতুল্য সনদ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

এ বিষয়ে এনসিটিবি সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত হেট কোর্সটি তিন বছর মেয়াদি এবং পুরো বিষয়টিই প্র্যাকটিক্যাল পড়াশোনা। এ কোর্সের কারিকুলামটি যাচাই-বাছাই করে আমরা কোর্সটিকে এইচএসসি সমমানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

উল্লেখ্য, বিদেশি শিক্ষাক্রমে পরিচালিত ও এবং এ লেভেলের সনদের সঙ্গে জাতীয় শিক্ষাক্রমে পরিচালিত এসএসসি ও এইচএসসির সমমান করার দায়িত্ব পালন করে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকার তিন আসনে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা আজ
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ 
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিয়ন্ড দ্য মেট্রিক্স ২০২৬: আইইউটিতে ভবিষ্যৎ লিডার তৈরির এক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম— প্রশ্ন মীর স্নিগ্ধের
  • ২৫ জানুয়ারি ২০২৬
ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশকনিধন কর্মসূচি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬