থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

৩১ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ PM
বাহাদুর হোসেন বাদল

বাহাদুর হোসেন বাদল © সংগৃহীত

কুমিল্লায় থানায় ঢুকে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছেন এক যুবক। মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম বাহাদুর হোসেন বাদল (১৯)। বাদল থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে আগে থেকেই গরু নিয়ে প্রবেশে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করে।

এ সময় চৌদ্দগ্রাম থানার পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম অভিযুক্ত বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারও নিষেধ করে। এতে বাদল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দা দিয়ে শরিফুলের শরীরে আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয় পুলিশ সদস্য শরিফুল। পরে অন্য পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে থানার ভেতরে নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, মঙ্গলবার বিকেলে গরু নিয়ে মূল গেট দিয়ে বের হওয়ার সময় পুলিশ সদস্য শরিফুল তাকে নিষেধ করে। এ সময় সে ক্ষিপ্ত হয়ে শরিফুলকে দা দিয়ে আঘাত করে। পরে পুলিশ সদস্যরা বাদলকে আটক করে।

বিপিএল চলাকালেই আরেক তারকাকে দলে ভেড়াল রাজশাহী ওয়ারিয়র্স
  • ০১ জানুয়ারি ২০২৬
বদলি নিয়ে মাউশির চিঠি পায়নি মন্ত্রণালয়
  • ০১ জানুয়ারি ২০২৬
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে স্বামীর হাত ফসকে গৃহবধূর মর্মান্তিক …
  • ০১ জানুয়ারি ২০২৬
বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার বহুতল ভবনসহ জমি জব্দের…
  • ০১ জানুয়ারি ২০২৬
২০২৫ সালে নগদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন রেকর্ড
  • ০১ জানুয়ারি ২০২৬
তাইওয়ান হতে পারে আপনার পছন্দের গন্তব্য
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!