ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না মাদ্রাসাছাত্রের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। মহাসড়কের মোস্তফাপুর অটোবিচ রাইসমিলের কাছে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থীর নাম মো. সাইফুল (১৭)। তিনি উপজেলার মজিদবাড়িয়া গ্রামের জাকির হোসেন ছেলে। সাইফুল নাওভাঙা কামিল মাদ্রসার দাখিল শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, সাইফুল পাখিমারা বাজারে কোচিং সেন্টারে ক্লাস শেষ করে নিজে মোটরসাইকেল চালিয়ে  বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বাস সজোরে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!