ঝিনাইদহ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

ঝিনাইদহ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগহ করা হয়েছে
ঝিনাইদহ-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগহ করা হয়েছে  © টিডিসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ধারাবাহিকতায় দলটির মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মুফতি আহমদ আব্দুল জলিলের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে, যা এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কালীগঞ্জ উপজেলা পরিষদে সরকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ রাসেল উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার রবিউল সোবহান, সহসভাপতি হাফেজ শফিক রহমান, সেক্রেটারি মাওলানা গাজী ইয়াছিন আলী, জয়েন্ট সেক্রেটারি মুফতি নাঈমুল হক, সদস্য মাওলানা বোরহান উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালীগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মো. আবুল বাশারসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতারা এ সময় বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে এবং ঝিনাইদহ-৪ আসনে হাতপাখার পক্ষে ব্যাপক গণসমর্থন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!