ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা, প্রাক্তন স্বামী আটক

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ PM
কুলসুম খাতুন

কুলসুম খাতুন © সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর প্রাক্তন স্বামীকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর নাম কুলসুম খাতুন (৩৬)। অভিযুক্ত ব্যক্তির নাম হানিফ আলী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে কুলসুম খাতুনের সঙ্গে হানিফ আলীর বিবাহ বিচ্ছেদ হয়। কুলসুম পরের বাড়িতে কাজ করে যে আয় করতেন, তা দিয়েই সংসার চালাতেন। অভিযোগ রয়েছে, হানিফ আলী মাদকাসক্ত ছিলেন এবং মাদক কেনার টাকা না পেয়ে প্রায়ই কুলসুমকে মারধর করতেন। এসব নির্যাতন সহ্য করতে না পেরে কুলসুম তাকে তালাক দেন।

বিচ্ছেদের পর কুলসুম তার দুই মেয়েকে নিয়ে কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

ঘটনার দিন দুপুরে হানিফ আলী কুলসুমের ভাড়া বাসায় এসে ধারালো ক্ষুর দিয়ে তার গলা কেটে হত্যার চেষ্টা করেন। কুলসুমের চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার করা হয়।

এ সময় স্থানীয়রা অভিযুক্ত হানিফ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত হানিফ আলীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মাদকাসক্ত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ—২২…
  • ০৬ জানুয়ারি ২০২৬
শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়, এটি একটি আজীবন দায়িত্ব: শিক্…
  • ০৬ জানুয়ারি ২০২৬
সামনে নাম দেওয়ার আগে ভাবতে হবে: মোস্তাফিজ প্রসঙ্গে সাকিব
  • ০৬ জানুয়ারি ২০২৬
‘যুবলীগ নেতার পরিকল্পনাতেই হাদিকে হত্যা’
  • ০৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার চার্জশিট দাখিল, ফয়সালসহ অভিযুক্ত ১৭
  • ০৬ জানুয়ারি ২০২৬
ট্রেইনি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, পদ ১৫,…
  • ০৬ জানুয়ারি ২০২৬