খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ AM
মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে

মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে © টিডিসি

মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্মৃতিবহ ১৬ ডিসেম্বর উপলক্ষে সারাদেশের সঙ্গে সংগতি রেখে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে ভোরের প্রথম প্রহর থেকেই জেলা জুড়ে শুরু হয় নানা আনুষ্ঠানিকতা ও কর্মসূচি, যেখানে মুক্তিযুদ্ধের চেতনায় একাত্ম হয়ে অংশ নেন প্রশাসন, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে চেঙ্গী স্কয়ার-সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের স্মৃতিসৌধে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শ্রদ্ধা জানান। পুরো এলাকায় বিরাজ করে দেশপ্রেম ও বিজয়ের আবহ।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩১ জানুয়ারি ২০২৬
আধিপত্যবাদ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে প্রতিহত করা হব…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটার, বেতনও বাড়ছে কি?
  • ৩১ জানুয়ারি ২০২৬
নাভারন-ভোমরা রেলপথে পূরণ হতে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রশাসনের নিরপেক্ষতা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্…
  • ৩১ জানুয়ারি ২০২৬