জাহাজের ডেকে ঝাঁকে ঝাঁকে উঠে এলো ইলিশ!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ AM
পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া অতিক্রম করে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে ঘটেছে এক অবাক করা ঘটনা। হঠাৎই একটি লাইটার জাহাজের ডেকে লাফিয়ে উঠে আসে তিন মণ ইলিশ। শনিবার (২৯ নভেম্বর) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দৃশ্য এটি। পায়রা বন্দর তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে জাহাজটি আসছিল। জাহাজের এক প্রকৌশলী রবিউল হোসেন জাহাজের ডেকে ইলিশ উঠার ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। অভাবনীয় এ দৃশ্যটি তারা আগে কখনো দেখেননি বলে জানান।
জানা গেছে, পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়ার থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে কয়লাবাহী লাইটার জাহাজ ‘এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর’ নামের জাহাজটির দুই পাশ থেকে হঠাৎ লাফিয়ে উঠতে থাকে ছোট ইলিশ। এ সময় ছোটাছুটি করে লাফাতে থাকে জাহাজের ডেকে। এসময় অন্তত তিন মণ ইলিশ তারা সংগ্রহ করতে পেরেছেন। বাকিটা সাগরে পড়ে যায়।