গাইবান্ধার চরাঞ্চলে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে উদয়ন মহিলা ডিগ্রি কলেজ

২৭ নভেম্বর ২০২৫, ০১:০৩ PM
উদয়ন মহিলা ডিগ্রি কলেজ

উদয়ন মহিলা ডিগ্রি কলেজ © টিডিসি

গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারি গ্রামে অবস্থিত উদয়ন মহিলা ডিগ্রি কলেজ নারী শিক্ষার এক উজ্জ্বল মশালবাহী প্রতিষ্ঠান হিসেবে প্রায় তিন দশক ধরে তার আলো ছড়িয়ে যাচ্ছে। ১৯৯৬ সালে যাত্রা শুরু করা এই কলেজটি চরাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিয়ে জাতীয় উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে।

বর্তমানে কলেজটিতে আট শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠানটিতে শিক্ষক ও কর্মচারী রয়েছেন ৫৬ জন। ডিগ্রি (পাস) কোর্সে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়ালেখা করছে। নব্বই শতাংশের বেশি পাসের হার নিয়ে কলেজটি স্থানীয় লোকজনের আস্থা অর্জন করেছে।

কলেজটির রয়েছে নিজস্ব ৩ দশমিক ১০ একর জমির ওপর নির্মিত অবকাঠামো। আধুনিক লাইব্রেরি, বিজ্ঞান গবেষণাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং শিক্ষার্থী-শিক্ষকদের জন্য স্বল্পমূল্যের ক্যান্টিন প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সুবিধা। মাত্র ১০ থেকে ১৫ টাকায় পুষ্টিকর দুপুরের খাবার পাওয়ার ব্যবস্থা চরাঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশাল সুযোগ তৈরি করেছে।

শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার প্রশিক্ষণ, গল্পের আসর, রোভার স্কাউট, বিতর্ক প্রতিযোগিতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হয় নিয়মিত। এসব কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করছে।

উদয়ন মহিলা ডিগ্রি কলেজের পাঠদান কর্মসূচির সাফল্য ইতিমধ্যে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এখন উচ্চশিক্ষা গ্রহণ করে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা পেশা, সরকারি প্রশাসন, স্বাস্থ্য সেবা ও ব্যাংকিং খাতসহ বিভিন্ন ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাফল্যের স্বাক্ষর রাখছেন।

কলেজের অধ্যক্ষ মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু শিক্ষিতই হচ্ছেন না, তারা হয়ে উঠছেন আত্মনির্ভরশীল। তাদের সাফল্যই প্রমাণ করে যে আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এখানে কর্মরত সবার প্রচেষ্টায় আমরা সফল, সবাই নিজ নিজ দায়িত্বে পালনে যথেষ্ট চেষ্টা করেন। অন্য প্রতিষ্ঠানের মতো শিক্ষকদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই বরং আমরা একে অন্যের ভাইয়ের মতো কাজ করে যাচ্ছি।’

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি এখন রোল মডেল হিসেবে বিবেচিত। স্থানীয়দের আশা, সরকারি পৃষ্ঠপোষকতা ও অবকাঠামোগত উন্নয়ন পেলে উদয়ন মহিলা ডিগ্রি কলেজ সাঘাটা উপজেলার নারী শিক্ষায় আরও বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।

‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ নির্বাচন করছেন না রাশেদ প্রধান
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘হাদির জিন্দাবাদ’র শিল্পী আবু উবায়দার সব ধরনের নাশিদ অনুষ্ঠ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুলকে নিয়ে ক্রিকেটাররা, অন্যান্য পরিচালক ও জাতি বিরক্ত: …
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, জেনে নিন খুঁটিনাটি 
  • ১৫ জানুয়ারি ২০২৬
নেপথ‍্যের কুশীলবরা সবসময় পর্দার অন্তরালে, ক্রিকেট মাঠের ছবি…
  • ১৫ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ফেনীতে ভোট দেবেন ৪০ হাজার ভোটার, নিবন্ধনে শ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9