আশুগঞ্জে মোবাইলের ৫৬০টি ডিসপ্লেসহ গ্রেপ্তার ১

জব্দ করা মোবাইলের ডিসপ্লে
জব্দ করা মোবাইলের ডিসপ্লে  © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধভাবে সংগ্রহ করা ৫৬০টি মোবাইলের ডিসপ্লেসহ মো. রুহুল আমিন কিরন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. রুহুল আমিন কিরন নরসিংদী জেলার সদর উপজেলার বুয়াকুর এলাকার আফাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনাকালে কিরনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দখলে থাকা অবৈধ ৫৬০টি মোবাইলফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ