‘নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোকেই সামনে থেকে ভূমিকা নিতে হবে’

২৫ নভেম্বর ২০২৫, ০৮:২৩ PM
অনুষ্ঠানে কথা বলছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ

অনুষ্ঠানে কথা বলছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ © টিডিসি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়ামে ‘নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার’ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শারমীন এস মুরশিদ বলেন, সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে, নির্বাচন কমিশনও আশ্বস্ত করেছে। ত্রুটি-বিচ্যুতি গণমাধ্যম তুলে ধরবে। তবে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে কি না, তা মূলত নির্ভর করবে রাজনৈতিক দলের আচরণ, সহনশীলতা ও দায়িত্বশীলতার ওপর।

তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো এমন পরিবেশ গড়ে তুলবে যাতে রাষ্ট্রকে অতিরিক্ত চাপ নিতে না হয়।

দেশব্যাপী জেলা প্রশাসক পরিবর্তন নিয়ে বিতর্ক প্রসঙ্গে শিশুবিষয়ক উপদেষ্টা বলেন, দেশের প্রায় সব ইস্যুতেই বিতর্ক তৈরি হয়। এসব নিয়েই থেমে থাকলে চলবে না—সরকার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, তরুণদের নেতৃত্বে এ আন্দোলন দেশকে নতুন পথে এনেছে।

নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি পাড়ায় প্রহরী ব্যবস্থা গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও জানান, নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে ‘কুইক রেসপন্স কৌশল’ গ্রহণ করা হয়েছে—যার মাধ্যমে যেকোনো ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীর কাছে পৌঁছে যাওয়ার কাঠামো তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. এনামুল আহসানসহ সমাজসেবা ও নারী-শিশু মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেত্রকোনা-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী
  • ১৭ জানুয়ারি ২০২৬
এআইইউবি পরিদর্শন করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘পাহাড়ের খেলোয়াড়দের সঠিক নার্সিং হলে জাতীয়-আন্তর্জাতিক পর্য…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার বিদায়ে নিশ্চিত হলো প্লে-অফের ৪ দল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চৌধুরী জায়দান শারাফাত–মুয়ীদ ডাবলস বিজয়ী, গাজী রাকিব সিঙ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9