মেট্রোরেলের কার্ড অনলাইন রিচার্জ চালু হচ্ছে আজ, করবেন যেভাবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৪ AM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৪ AM
ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ আরও সহজ করতে উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। এখন থেকে কার্ড রিচার্জের জন্য স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে কার্ডে টাকা রিচার্জ করা যাবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে অনলাইন রিচার্জ কার্যক্রমের উদ্বোধন করা হবে। ‘লাইন নয়, অনলাইন—রিচার্জ এখন হাতের মুঠোয়’ স্লোগানে আয়োজন করবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ও ডিটিসিএ।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ডিএমটিসিএল। তাদের স্থায়ী কার্ডের নাম এমআরটি পাস। অন্যদিকে ডিটিসিএ সরবরাহ করে র্যাপিড পাস, যা মেট্রোরেল ছাড়াও বাস, ট্রেনসহ অন্যান্য গণপরিবহনে ব্যবহারের জন্য তৈরি। স্থায়ী কার্ডের লেনদেন নিয়ন্ত্রণের কেন্দ্রীয় নিকাশ ঘর (ক্লিয়ারিং হাউস) ডিটিসিএর অধীনে। ঘরে বসে র্যাপিড ও এমআরটি পাস রিচার্জের প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ডেটাসফট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
সূত্র আরও জানিয়েছে, বর্তমানে মেট্রোরেলে ব্যবহৃত দুই ধরনের স্থায়ী কার্ড—র্যাপিড ও এমআরটি পাস—নতুন ব্যবস্থায় অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ইচ্ছেমতো রিচার্জ করা যাবে। তবে টাকা রিচার্জ করার পর গ্রাহককে অন্তত একবার স্টেশনে থাকা বিশেষ যন্ত্রে কার্ডটি স্পর্শ করিয়ে হালনাগাদ করে নিতে হবে। এই যন্ত্রকে অ্যাড ভ্যালু মেশিন (এভিএম) বলা হয়।
ঘরে বসে রিচার্জের জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ডিটিসিএর তথ্য অনুযায়ী, প্রথমে ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর রিচার্জ অপশনে গিয়ে র্যাপিড পাস বা এমআরটি পাস নির্বাচন করতে হবে। তারপর ব্যাংকের কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করে টাকা ভরতে হবে। টাকা পরিশোধ সফল হলে স্টেশনে থাকা এভিএম যন্ত্রে কার্ড স্পর্শ করালে রিচার্জ সম্পন্ন হবে।
বর্তমানে মেট্রোরেলের ৫৫ শতাংশ যাত্রী র্যাপিড বা এমআরটি কার্ড ব্যবহার করেন, আর বাকি ৪৫ শতাংশ যাত্রী একক যাত্রার কার্ড নেন।