সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে: জামায়াত আমির

২২ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ PM
প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © টিডিসি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একটা সুষ্ঠ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ার, কোনো ম্যাকানিজম অথবা ভোট কেটে নেওয়ার কোনো পাঁয়তারা চললে আমি আপনাদের বলব, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অপাশ করে দেবেন। শুধু ভোট দেবেন না, আপনার পাহারাদারি করবেন।’

বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের উদ্যোগে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নেছারাবাদ দরবার কমপ্লেক্সের মাহফিল ময়দানে শুরু হওয়া সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘নির্বাচনের দায়িত্ব আমাদের দিয়ে আপনারা সরে যাবেন না। আপনাদের সামনে থেকে একসঙ্গে লড়াই করব। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াই থেকে কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ভোট পছন্দের প্রার্থীকে যে যাকে পছন্দ করে তাকে দেবে। কিন্তু আমাদের সব ভাই, মা-বোনেরা ভোট দিতে সেন্টারে গিয়ে জানো ভোট দিয়ে আসে। কোনো বিশৃঙ্খলা করলে সফল হতে দেব না তাদের এবং জানিয়ে দেন—ওই বাংলাদেশ শেষ, আজকে থেকে নতুন বাংলাদেশ। আল্লাহ তায়ালা সেই বাংলাদেশ গড়ার তৌফিক আমাদের দান করুক।’

ঐক্য ও সম্প্রীতির লক্ষ্যে মুজাদ্দেদে জামান হজরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত নেছারাবাদে এই প্রথমবারের মতো দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের নিয়ে ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), ‎বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ‎খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাছিত আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ‎গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাসেল।

সম্মেলনকে ঘিরে নেছারাবাদ দরবার শরিফ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। রাজনৈতিক নেতাদের এক মঞ্চে বসানোর এ উদ্যোগকে স্থানীয় বিশ্লেষকরা ‘গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ’ হিসেবে দেখছেন।

বিএনপির সাবেক মন্ত্রীর বিপরীতে লড়ছেন এনসিপির তুষার
  • ১৭ জানুয়ারি ২০২৬
আরও অপেক্ষা করবে ১০ দলীয় জোট
  • ১৭ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন মুফিতী আলী হাসান উসামা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই, আবেদন অভিজ্ঞত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি পরিচালক নাজমুল
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘ইসলামপন্থিদের ভোট এক বাক্সে’ আনার রাজনীতি কি থমকে গেল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9