একটি সেতুই বদলে দিল ১০ গ্রামের মানুষের ভাগ্য

ফিতা কেটে সেতুটির উদ্বোধন করা হয়
ফিতা কেটে সেতুটির উদ্বোধন করা হয়  © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় ভোগাই নদীর ওপর নতুন কাঠের সেতু নির্মাণ হয়ে খুলে গেছে ১০ গ্রামের মানুষের দীর্ঘ অপেক্ষার অবসানের দ্বার। বহুদিনের দুর্ভোগ কাটিয়ে শিক্ষার্থী, মুসল্লি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের যাতায়াতে এখন এসেছে স্বস্তি। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে নির্মিত এই সেতু বদলে দিচ্ছে এলাকার যোগাযোগব্যবস্থা ও মানুষের ভাগ্য।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১টার দিকে  স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন।
 
গত ১৩ নভেম্বর শুরু হওয়া পুনঃসংস্কার কাজ শেষে ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত কাঠের সেতুটি এখন সম্পূর্ণ ব্যবহারের উপযোগী। এর মাধ্যমে এখন স্থানীয় গুতুরা বাজারের সঙ্গে কৈলাটি, পোগলা, নাজিরপুর ও কলমাকান্দা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।
 
এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ৪টি মসজিদের মুসল্লি, ১টি মহিলা মাদরাসা, ১টি কওমি মাদরাসা, ১টি দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ  আশপাশের আরও অনেক গ্রামের অসংখ্য মানুষ।
 
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিরাপদ কাঠের সেতু। আগের পুরোনো কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ায় নদী পার হতে তাদের নানান দুর্ভোগ পোহাতে হতো।
 
এ নিয়ে উদ্যোগ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন-বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। কয়েক দিনের মধ্যেই স্থানীয়দের সহায়তায় সম্পন্ন হয় সেতুর পুনর্নির্মাণ কাজ।
 
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আগে একটি কাঠের সেতু ছিল, তা ভেঙে যাওয়ার পর গ্রামবাসী যাতায়াতে কষ্টে ছিল। তাই আমরা পুনঃনির্মাণের সিদ্ধান্ত নিই। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।’


সর্বশেষ সংবাদ