মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর, ছাত্রদল নেতাসহ আহত ২

০৯ নভেম্বর ২০২৫, ০৪:১১ AM
মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর © সংগৃহীত

ফেনীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফাজিলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীনগর ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহজাহান টাঙ্গাইলের দেলদুয়ার থানার পুরান পাথরাইল গ্রামের মৃত আকালী মিয়ার ছেলে। তিনি ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী ছিলেন।

আহতরা হলেন নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ফেনী সরকারি কলেজ ছাত্রদল নেতা মাহের আমিরুল হক এবং ফুলগাজী উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের আবু তাহেরের ছেলে তারেক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ কাপড় ব্যবসায়ী শাহজাহান সদর উপজেলার ফাজিলপুর থেকে বারইয়ারহাটে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল (চট্ট মেট্রো-ল ২১-৪৮১২) এসে তাকে সজোরে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহীসহ ব্যবসায়ী শাহজাহান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শাহজাহান মারা যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদীন ফয়সাল বলেন, ঘটনাস্থলে কাপড় ব্যবসায়ীকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

নিহতের সহকর্মী কাপড় ব্যবসায়ী শাহ আলম বলেন, শাহজাহানের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা ফেনী আসলে মরদেহ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে।

এ ব্যাপারে ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ নির্বাচন করছেন না রাশেদ প্রধান
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘হাদির জিন্দাবাদ’র শিল্পী আবু উবায়দার সব ধরনের নাশিদ অনুষ্ঠ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুলকে নিয়ে ক্রিকেটাররা, অন্যান্য পরিচালক ও জাতি বিরক্ত: …
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, জেনে নিন খুঁটিনাটি 
  • ১৫ জানুয়ারি ২০২৬
নেপথ‍্যের কুশীলবরা সবসময় পর্দার অন্তরালে, ক্রিকেট মাঠের ছবি…
  • ১৫ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ফেনীতে ভোট দেবেন ৪০ হাজার ভোটার, নিবন্ধনে শ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9