ময়মনসিংহে শিয়ালের কামড়ে আহত ১৭

শিয়ালের কামড়ে আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন
শিয়ালের কামড়ে আহত কয়েকজন চিকিৎসা নিচ্ছেন  © টিডিসি

ময়মনসিংহের মুক্তাগাছায় শিয়ালের কামড়ে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর সাতজনকে ময়মনসিংহের সংক্রামক ব্যাধির সূর্যকান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
আহতরা জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর মুক্তাগাছা উপজেলার কাশিমপুর ইউনিয়নের হরিপুর ও মহেশতারা গ্রামে বাড়িঘরে ঢুকে এক শিয়াল কয়েকজন নারীকে প্রথমে কামড়াতে থাকে। পরে বিভিন্ন বাড়িতে শেয়ালের কামড়ে এসময় ওই গ্রামের অন্তত ১৭ জনকে আহত করে। রাতে গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাদের সূর্যকান্ত হাসপাতালে পাঠিয়ে দেন।

এদিকে হাসপাতালে চিকিৎসা নেওয়া বেশ কয়েকজনের অবস্থা অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রেরণ করা হয়। এ ছাড়া সংক্রামক ব্যাধি হাসপাতালে শিয়ালের কামড়ে আহতদের ক্ষত বেশি থাকায় আরআইজি ভেকসিন বাইরে থেকে কিনে চিকিৎসা নিতে হয়েছে রোগীদের। সরকারি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন রোগীসহ স্বজনরা।

এ বিষয়ে সংক্রামক ব্যাধির সূর্যকান্ত হাসপাতালে ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মাইক্রোবায়লজি (ইনসিটু) এসকে ডা. আনোয়ারুল আজিম জানান, শিয়ালে কামড়ানো বেশির ভাগ রোগীর ক্ষত বেশি থাকায় ক্যাটাগরি তিনের আরআইজি ভ্যাকসিন দরকার। তবে এক মাস ধরে এস-কে হাসপাতালে ভ্যাকসিনটি সংকট থাকায় বাইরে থেকে কিনে আনতে হয়েছে রোগীদের। তবে ভ্যাকসিনের চাহিদা জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান এ চিকিৎসক।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!