কুয়াকাটায় হোটেল কক্ষে গোপন ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত যুবক মো. হালিম

দণ্ডপ্রাপ্ত যুবক মো. হালিম © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক নারী-পুরুষের গোপন ভিডিও ধারণের ঘটনায় মো. হালিম (৩৫) নামের এক যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হোটেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ দণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে হোটেল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ দণ্ড প্রদান করেন। 

দণ্ডপ্রাপ্ত হালিম বরগুনা জেলার ফুলবুনিয়া এলাকার মৃত কামাল মৃধার ছেলে। তিনি কুয়াকাটায় ‘হোটেল কেয়ার’ নামে একটি ছোট টিনশেড হোটেল ভাড়ায় নিয়ে পরিচালনা করতেন।

জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে হালিম কৌশলে পাশের একটি হোটেলের দুটি কক্ষে প্রবেশ করে সেখানে অবস্থানরত দুটি দম্পতির গোপন ভিডিও ধারণ করেন। পরবর্তী সময়ে তিনি সেই ভিডিও দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয়দের সন্দেহ হলে তারা হালিমকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন। এ সময় তার মোবাইল ফোন থেকে গোপনে ধারণ করা ভিডিও উদ্ধার করা হয়।

অভিযোগকারী হোটেল মালিক মো. শাকিল বলেন, ‘রাতে দুটি রুম ভাড়া দেওয়ার পর আমি বিশ্রামে যাই। পরে জানতে পারি হালিম স্টাফদের অগোচরে রুমে ঢুকে ভিডিও ধারণ করেছে। সকালে বিষয়টি বুঝে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই।’

সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি। অভিযুক্তের মোবাইল থেকে প্রমাণ মেলায় তাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বদা সতর্ক।’

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, এ ধরনের ঘটনা কুয়াকাটার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে। তবে দ্রুত প্রশাসনিক পদক্ষেপে পর্যটক ও হোটেল মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9