কর্মবিরতি: কেউ বাসে, কেউ লঞ্চে— ঢাকায় আসছেন শিক্ষকরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১১:৪১ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৮ PM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা প্রদানের দাবিতে রাজধানী ঢাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আগামীকাল রবিবার (১২ অক্টোবর) থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তাদের লাগাতার কর্মসূচি। কর্মসূচি সফল করতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী হচ্ছেন শিক্ষক-কর্মচারীরা।
দাবি আদায়ের এই আন্দোলনে অংশ নিতে কেউ রওনা দিয়েছেন দূরপাল্লার বাসে, কেউ নদীপথে লঞ্চে, কেউ আবার ট্রেনে করে আসছেন কর্মসূচি সফল করতে। তারা নির্ধারিত সময়ের আগেই রাজধানীর কর্মসূচিস্থলে পৌঁছানো যায়, সেজন্য দ্রুত রওনা দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষক-কর্মচারীরা বলছেন, শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র তারা ক্ষুব্ধ। এর প্রতিফলন হবে আগামীকাল রবিবার। সারাদেশ থেকে লক্ষাধিক কর্মচারী আন্দোলনে অংশগ্রহণ করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির পাশাপাশি সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ফলে আগামীকাল (রবিবার) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান স্বাভাবিক হবে নাকি স্থবির থাকবে—এ নিয়ে দোটানায় আছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র বনাম শিক্ষকদের কর্মবিরতি: কী হবে কাল?
মাদারীপুর সদরের চর গোবিন্দপুর উত্তরকান্দি উচ্চ বিদ্যালয় থেকে রওনা দেওয়া পারভেজ ইসলাম নামের এক শিক্ষক বলেন, ‘আমরা যথাসময়ে কর্মসূচি স্থলে পৌঁছানোর লক্ষ্যে বাসে রওনা দিয়েছি। আমাদের দাবি আদায়ে আমরা পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চলবে। আমরা আশা করছি, কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবি মেনে নেবেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৩ আগস্ট শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছিলেন। তবে দীর্ঘদিন অপেক্ষার পরও এ বিষয়ে পরিপত্র জারি করা হয়নি। উল্টো ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে আমাদের সঙ্গে প্রহসন করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। শিক্ষকদের দাবি শিক্ষকরাই আদায় করে নেবেন।’
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিল। ওইদিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কিন্তু দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ক্ষুব্ধ। এমতবস্থায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেসিকের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আগামীকাল রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক-কর্মচারীরা।