গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কারের দাবিতে মানববন্ধন

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় © টিডিসি

পটুয়াখালীর গলাচিপায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম বন্ধ ও সেবার মান উন্নয়নে বিভিন্ন সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।

রবিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন গলাচিপা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ, যুব প্রতিনিধি মাওলানা. মো. মাহমুদুল হাসান, গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্র অধিকার সহ-সভাপতি তরিকুল ইসলাম মুন্না, রেড ক্রিসেন্ট উপজেলা শাখার দলপ্রধান মো. ফিরোজ আলম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শায়েদ আহমেদ জয় প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় নানা অনিয়ম চলছে। চিকিৎসক ও নার্সরা সেবাগ্রহীতার সাথে খারাপ আচরণ করেন, রোগীদের ওষুধ দেয়া হয় না, হাসপাতালের চারপাশ ও বাথরুম অপরিষ্কার থাকে, রোগীদের অতিরিক্ত হারে টেস্ট ধরিয়ে দেয়, বিদ্যুৎ গেলে জেনারেটর চলে না এবং ভবনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা নেই ও জরুরি বিভাগে সেবা নিতে গেলে বাইরে থেকে বিভিন্ন উপক কিনে আনতে হয়।

তারা আরও বলেন, গলাচিপা হাসপাতালের এমন করুণ অবস্থা যে কেউ চিকিৎসা নিতে এসে আরও অসুস্থ হয়ে পড়েন। একটি উপজেলার প্রধান স্বাস্থ্যকেন্দ্র অচল হয়ে পড়লে সেটি পুরো এলাকার মানুষের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। তাই দ্রুত সংস্কার ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি জানান।

মানববন্ধনে গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী নাইমা হক মেঘলা ও তরিকুল ইসলাম মুন্না হাসপাতাল সংস্কারের ৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। দাবিগুলো হলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল ও আশপাশের সব বর্জ্য অপসারণ; টয়লেট, বাথরুম ও স্যানিটেশন ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন করা; রোগীদের খাদ্যতালিকা ও সরকারি বরাদ্দের হালনাগাদ তালিকা বোর্ডে প্রকাশ করা; আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শূন্য পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ; পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার কাজ শুরু করা; গর্ভবতী মায়েদের জন্য সিজার ব্যবস্থা এবং আধুনিক ল্যাব ও এক্স-রে রুম স্থাপন; আধুনিক স্টোর রুম, ডিজিটাল টোকেন ও অনলাইন রেজিস্ট্রেশন চালু; ডাক্তারদের ডিউটি মনিটরিং ও অন্তত দুটি সচল অ্যাম্বুলেন্স নিশ্চিতকরণ; জরুরি ও বহিঃবিভাগে প্রাথমিক চিকিৎসার সব সরঞ্জাম সরবরাহ।

দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দিবেন বলেও জানান তারা। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘হাসপাতালের জনবল সংকট বিষয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। স্থানীয়ভাবে যেসব সংস্কার সম্ভব, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9