৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আনোয়ারার স্বাস্থ্য সহকারীরা

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা © টিডিসি

৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। এর ফলে সারাদেশের মতো চট্টগ্রামের আনোয়ারাতেও বন্ধ হয়ে গেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ (ইপিআই) মাঠপর্যায়ের টিকাদান কার্যক্রম।

শনিবার (৪ অক্টোবর) সকালে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে গত ১ অক্টোবর থেকে সারাদেশে এ কর্মবিরতি শুরু হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা, নিয়োগবিধি সংস্কার ও বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি সংযুক্তকরণ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস প্রশিক্ষণ সুবিধা নিশ্চিতকরণ, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসন।

স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, দেশের শিশুদের প্রাণঘাতী ১০টি রোগ প্রতিরোধে টিকা প্রদানসহ মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা এখনও প্রাপ্য মর্যাদা ও সুবিধা থেকে বঞ্চিত। ২০১৮, ২০২০ ও চলতি বছরে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও তাদের দাবিগুলোর কোনো বাস্তব সমাধান আসেনি।

সংগঠনের নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইপিআইসহ সব ধরনের টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে। এতে দেশের প্রায় ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র অচল হয়ে পড়েছে। একইসঙ্গে ১২ অক্টোবর নির্ধারিত টাইফয়েড (টিসিভি) টিকাদান ক্যাম্পেইনও অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।

বক্তারা বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত মহল যদি দ্রুত দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নেয়, তাহলে স্বাস্থ্যসেবার নিম্নপর্যায়ে বিপর্যয় নেমে আসবে। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক নূর বেগম, সদস্য সচিব নোমান হোসাইন, মোজাহেরুল ইসলাম, মিজান উদ্দিন, সাইফুল হক, এস এম ইকবাল, এয়ার মোহাম্মদ, সুমন বোস, সৈয়দ রফিক, সুজন ভট্টাচার্য ও প্রিয়াংকা শীলসহ অনেকে।

গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9