জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন বৃদ্ধ ভ্যানচালক

০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ PM
ভুক্তভোগী ভ্যানচালক ইদ্রিস আলী

ভুক্তভোগী ভ্যানচালক ইদ্রিস আলী © টিডিসি

যশোরের শার্শায় প্রতারণার শিকার হয়ে জীবিকার একমাত্র সম্বল চার্জার ভ্যান হারালেন এক বৃদ্ধ চালক। বাগআঁচড়া বাজারে শনিবার (৪ অক্টোবর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় কান্নায় ভেঙে পড়েন তিনি। তার আহাজারিতে বাজারের বাতাস ভারী হয়ে ওঠে, চারপাশের মানুষও ব্যথিত হয়ে পড়েন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অসংখ্য মানুষ সহানুভূতি জানিয়ে প্রতারকদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ভুক্তভোগী ভ্যানচালক ইদ্রিস আলী (৭০) ঝিকরগাছা উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাকাতুল্লার ছেলে। বয়সের ভারে নুয়ে পড়া এ মানুষটিই তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

ইদ্রিস আলী জানান, প্রতিদিনের মতোই শনিবার সকালে জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বের হন তিনি। পথিমধ্যে একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে থামায়। তাদের মধ্যে দুজন ভ্যানে যাত্রী হয়ে বাগআঁচড়া বাজারে পৌঁছায়। ব্যাংকের সামনে এসে এক যাত্রী তাকে একটি স্লিপ ও ২০০ টাকা দিয়ে পাশের দোকান থেকে জিনিস কিনে আনার কথা বলে ভেতরে পাঠায়। দোকান থেকে ফিরে এসে তিনি দেখেন, তার ভ্যান ও যাত্রীরা উধাও।

ভ্যান হারিয়ে দিশাহারা বৃদ্ধ চালক কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে বাজারের মানুষও স্পন্দিত হয়ে ওঠে। কেউ কেউ তাৎক্ষণিকভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়। অসংখ্য মানুষ অসহায় এ বৃদ্ধের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, ‘ঘটনাটি কেউ পুলিশকে অবহিত করেনি। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রতারকদের শনাক্তের চেষ্টা করছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদপুর-২ আসনে লড়বেন ৮ প্রার্থী, কে কোন প্রতীক পেলেন 
  • ২১ জানুয়ারি ২০২৬
সাভারে বেদেপল্লিতে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ আটক ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামী কি ক্ষমতায় আসছে?
  • ২১ জানুয়ারি ২০২৬
যাতায়াত ভাতা নিয়ে যে সুপারিশ করবে পে-কমিশন
  • ২১ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীর দুই আসনে ১২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
  • ২১ জানুয়ারি ২০২৬
পরীক্ষায় অসদুপায়, কামিলের ৩৬ পরীক্ষার্থী বহিষ্কার
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9