যেন মানুষ নয়, ফেলে দেওয়া এক আবর্জনা

০৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ PM
অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার © টিডিসি সম্পাদিত

দিনাজপুরের হিলি উপজেলার চুড়িপট্টি এলাকা থেকে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (শুক্রবার, ৩ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের ওই ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা যায়, বড় চুল, মুখভর্তি দাড়ি, ময়লা ও ছেঁড়া পোশাক পরিহিত জীর্ণ-শীর্ণ কঙ্কালসার দেহের এক বৃদ্ধ মাটিতে নিস্তেজ হয়ে পড়ে আছেন। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে নানান ধরনের ময়লা-আবর্জনা, প্লাস্টিকের ব্যাগ, শুকনো পাতা ও খাবারের মোড়ক। ছবিটি দেখে মনে হচ্ছে যেন মানুষ নয়, ফেলে দেওয়া এক আবর্জনা। দারিদ্র্য, অবহেলা ও মানবিক বিপর্যের এক করুণ বাস্তবতা ছবিটিতে ফুটে উঠেছে।  

মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে  হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম চুড়িপট্টি এলাকার ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে মৃত দেহের ওই ছবিটি শেয়ার করে নায়েম হোসেন নামে একজন লিখেছেন, ছবিটি সমাজের এক নির্মম বাস্তবতাকে তুলে ধরে—যেখানে একজন মানুষ চরম দারিদ্র্য ও অসহায়ত্বের শিকার হয়ে জীবনের শেষ আশ্রয় খুঁজে পেয়েছে বর্জ্যের ভিড়ে। লোকটির শীর্ণ দেহ ও অবহেলিত অবস্থা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি দীর্ঘকাল ধরে কষ্টের জীবন যাপন করছিলেন নয়তো নেশাগ্রস্ত ছিলেন। এই করুণ দৃশ্য আমাদের বিবেককে নাড়া দেয় এবং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়।

ফেরদৌস ওয়াহেদ নামে একজন লিখেছেন, লোকটির জীর্ণ-শীর্ণ কঙ্কালসার দেহ, ক্লান্ত মুখ আর অবহেলিত অবস্থায় বলে দেয়— তিনি কতটা কষ্টের, কতটা অভাবের জীবন  কাটিয়েছেন। 

শেখ মেহেদী হাসান নামে আরেকজন লিখেছেন, দিনাজপুরের হিলিতে, ময়লার স্তুপে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির লাশ। সাবাশ বাংলাদেশ!

স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে জামায়াতে যোগ ছাত্রদল ন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিএনপির হামলায় উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage