টানা ৬ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ PM
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট © টিডিসি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ কমিটির সহ-সভাপতি মো. নেছার উদ্দিন ভূঁইয়া আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে পরবর্তী বৃহস্পতিবার (২ অক্টোবর) পর্যন্ত ৪ দিন বন্দরের ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার ও শনিবার (৩-৪ অক্টোবর) মাছ রপ্তানি খোলা থাকবে। পরে ৬ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ২ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৬ দিন বন্ধের পর (৮ অক্টোবর) বুধবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

এ ব্যাপারে আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, শারদীয় দূর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের স্বাভাবিক কার্যক্রম সচল থাকবে। যাত্রী সেবা নিশ্চিত করতে আমাদের কাজ চলমান থাকবে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, পূজা উপলক্ষে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে তারা যাতায়াত করতে পারবে।

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন বরফায়িত মাছ, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

সেলস অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৫ জানুয়ারি ২০২৬
অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের সিদ্ধান্ত বিসিবির
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিপিএল ইস্যুতে জরুরি বৈঠকে বসছে বিসিবি
  • ১৫ জানুয়ারি ২০২৬
নির্বাচন ইস্যুতে বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
পে কমিশনের কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিলেন ঢাবি শ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
বিপিএলে দ্বিতীয় ম্যাচও হচ্ছে না
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9