গোপালগঞ্জে মাইক্রোবাস চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল  © টিডিসি

গোপালগঞ্জে মাইক্রোবাস চাপায় সামাদ শরীফ (৭৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সদর উপজেলার ঘোনাপাড়া কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামাদ শরীফ নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লংকারচর গ্রামের বাসিন্দা। তিনি গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতালে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, সন্ধ্যায় রাস্তা পার হচ্ছিলেন সামাদ শরীফ। এ সময় পিরোজপুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ