ন্যাশনাল ডিবেটিং ফেডারেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১১:৪৮ PM
বিতর্ক, মেধা অন্বেষণ ও তরুণ নেতৃত্বে নতুন দিগন্তের লক্ষ্যে ন্যাশনাল ডিবেটিং ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি) চট্টগ্রাম জেলা কমিটি ২০২৫ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির মডারেটর জুয়েল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্রকল্যাণের পরিচালক ড. মো. রাশেদুল আলম, এবং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) বিবিটেক বিভাগের লেকচারার গাজী ওয়াফা আকবর, এনডিএফ বিডি-এর চেয়ারম্যান এ কে এম শোয়েব।
নতুন কমিটিতে অভিষেক বৈদ্য সভাপতি, মোহাম্মদ ইমরান সিনিয়র সহ সভাপতি এবং মো. শাহারিয়ার হোসেন তালুকদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে, এনডিএফ বিডি বাংলাদেশে বিতর্ক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে হাজার হাজার শিক্ষার্থীকে যুক্তিনির্ভর চিন্তাচর্চা, বক্তৃতাশৈলী ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করেছে সংগঠনটি। এ ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলাতেও সংগঠনটির কার্যক্রম এক সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে