প্রতীকী ছবি © সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় গোসল করতে নেমে পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে পুকুর থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত যুবকের নাম মো. ইয়াছিন (১৮)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় মরিয়ম হোটেল নামের একটি হোটেলের কর্মচারী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত যুবকের ঠিকানা নিশ্চিত করতে পারেনি স্থানীয়রা। তবে হোটেলটির এক কর্মচারী বলছে, নিহত যুবকের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ইয়াছিন সকালে গোসেল করতে যান। দীর্ঘসময় ধরে না আসায় আরেক হোটেল কর্মচারী সে সময় গোসল করতে গেলে তাকে দেখতে না পেয়ে দোকানে এসে খবর দেন। পরে হোটেল মালিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেন।
মরিয়ম হোটেলটির মালিক মো. জাফর বলেন, ‘ইয়াছিন আমার দোকানে প্রায় তিন বছর ধরে কাজ করছে। সে দীর্ঘদিন বাড়িতে ছিল, কয়েক দিন আগে সে ছুটি কাটিয়ে দোকানে আসে। তবে কখনো তার বাড়ির ঠিকানা ও পিতা-মাতার নাম জানায়নি।’
লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মুজিবুর রহমান বলেন, ‘আমরা দুপুর ১২টার দিকে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রায় ৩০মিনিটের বেশি সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে লাশ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর লাশটি আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিদুয়ান বলেন, ‘আমরা লাশটি মৃত অবস্থায় পেয়েছি।’
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এক যুবককে ডুবন্ত অবস্থায় মৃত উদ্ধার করে। লাশ আনোয়ারা থানায় নিয়ে এসে সুরহতাল রিপোর্ট শেষে চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’