বিএসটিআই অনুমোদনহীন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ভ্রাম্যমান আদালতের অভিযান
ভ্রাম্যমান আদালতের অভিযান  © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় অর্ধ-লক্ষাধিক টাকা অর্থদণ্ড করা হয়েছে।  বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার মালঘর বাজার এলাকায় ঊপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়।
 
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পণ্যের গায়ে তারিখ না থাকা ও বিএসটিআই এর অনুমোদন না থাকার দায়ে মালঘর বাজারস্থ দুইটি বেকারিতে ভোক্তা অধিকারের ৬টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও সড়ক পরিবহন আইন-২০০৯ সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন পরিবহনকে দুই হাজার ৮০০ টাকা জরিমানা করে প্রশাসন।
 
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার দ্য ডেইলি কাম্পাসকে বলেন, ‘বাজারের দুটি বেকারির একটিতেও ছিল না বিএসটিআইয়ের অনুমোদন। পণ্যগুলোর গায়ে ছিল না উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ। ফলে বুঝতে অসুবিধা হয় পণ্যগুলোর মেয়াদ আছে কিনা। ভোক্তা অধিকার আইনে এই দুটি প্রতিষ্টানকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি।’


সর্বশেষ সংবাদ