ড্রেজারের পাইপে পা পিছলে নদীতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৭:০১ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৮:১৩ AM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রেজারের পাইপে পা পিছলে নদীতে পড়ে জুনায়েদ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার শশই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ওই গ্রামের ইউনুস মিয়ার ছেলে এবং শশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো জুনায়েদ বাড়ির পাশ দিয়ে হাঁটছিল। সে সময় নদীর পাড়ে থাকা একটি বালু উত্তোলনকারী ড্রেজারের পাইপের উপর দিয়ে পার হতে গেলে হঠাৎ পা পিছলে সে পানিতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর পাড়ে ভাঙন, শব্দদূষণ, এবং ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। অথচ প্রশাসনের তেমন কোনো নজরদারি নেই। শিশু জুনায়েদের মৃত্যুর পর বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা মাসুখ মিয়া বলেন, “বেশ কিছুদিন ধরেই এখানে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। পাইপগুলো এভাবে খোলা অবস্থায় থাকায় এলাকাবাসী ঝুঁকি নিয়ে চলাচল করে। আগেও ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু কেউ ব্যবস্থা নেয়নি। এবার একটা শিশুর প্রাণ গেলো। ড্রেজার মালিক ও শ্রমিকরা ঘটনা ঘটার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে গেছে।”
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তদন্ত কর্মকর্তা পাঠিয়েছি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”