খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খেলতে গিয়ে পানিতে ডুবে জাভেদ নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু জাভেদ একই গ্রামের সাগর মিয়ার সন্তান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে হামাগুড়ি দিয়ে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় জাভেদ। সে কিছুক্ষণ পর তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!