মাদ্রাসাছাত্রী মাইমুনা হত্যা: ইমাম ও মোয়াজ্জেম রিমান্ডে
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:৫১ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ১২:৫৩ AM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির মাদ্রাসাছাত্রী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্তে নতুন মোড় আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম শুনানি শেষে মসজিদের ইমাম হামিদুল ইসলামকে তিন দিনের ও মোয়াজ্জেম সাইদুল ইসলামকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
গত ৬ জুলাই সকাল থেকে নিখোঁজ ছিল মাইমুনা। পরদিন সকাল ১০টার দিকে শাহবাজপুর গ্রামের একটি মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার আশঙ্কা করা হচ্ছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ‘রিমান্ডে পেয়ে আমরা তথ্য উদ্ধারের চেষ্টা করছি। তদন্তে অগ্রগতি হচ্ছে, আশা করি দ্রুতই হত্যার মূল রহস্য উদঘাটন হবে।’
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, ‘এই নির্মম হত্যাকাণ্ডে যারাই জড়িত, তাদের আইনের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। পরিবার যেন ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে কাজ করছি।’