মাদারীপুরে পৌরসভার উদ্যোগে ‘বরিশাল খাল’ খনন শুরু
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৯:১৫ AM
মাদারীপুর পৌরসভার উদ্যোগে শহরের অবহেলিত ‘বরিশাল খাল’ উদ্ধার কার্যক্রম শেষে খনন করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা খালটি উদ্ধারে সহযোগিতা করেছেন জেলা প্রশাসক।
শুক্রবার (২৭ জুন) সকালে ইটেরপুল এলাকার থেকে খনন করার কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের ইটের পুল থেকে পাথুরিয়ারপাড় পর্যন্ত ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বরিশাল খাল।দখল আর দূষণে খালটি অস্তিত্ব সংকটে। দীর্ঘদিনে সংস্কার না হওয়ায়, দখল আর দূষণে বন্ধ হয়ে যায় খালের পানিপ্রবাহ। ময়লা-আবর্জানায় খালটি প্রায় বন্ধের উপক্রম! ফলে ছড়াচ্ছে দুর্গন্ধ। বেড়েছে মশা-মাছির উপদ্রব। একই সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। এর পর থেকেই খালটি উদ্ধারে নেওয়া হয় উদ্যোগ। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে ইটেরপুল এলাকার আড়িয়াল খাঁ নদীর পার হতে শুরু হয় খনন কার্যক্রম।
আরও পড়ুন: বন্ধুর বাড়িতে বেড়াতে এসে হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
পৌরসভা সূত্রে জানা গেছে, বেশ কিছু খাল অবৈধ দখলের কারণে ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। তাই শহরের মানুষের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌরসভার প্রশাসক ও উপসচিব মো. হাবিবুল আলম বলেন, ‘শহরের ঐতিহ্যবাহী খালগুলো দীর্ঘদিন ধরে বেদখল হয়ে যাওয়ায় পানিপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে করে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছিল। আমরা খালগুলো উদ্ধার করে পুনরায় খনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করার চেষ্টা করছি।’
তিনি আরও জানান, পর্যায়ক্রমে শহরের সব কটি খাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।