ফুলবাড়ীয়ার রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মাওলানা আব্দুল হক
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০৪:৩৮ PM

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের লাঙ্গল শিমুল গ্রামে অবস্থিত রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য চার সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় শিক্ষা ও সমাজসেবায় পরিচিত মুখ মাওলানা মো. আব্দুল হক।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক অফিস আদেশে গত ১৯ জুন এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
নতুন সভাপতি মাওলানা আব্দুল হক বর্তমানে আছিম তা’লীমুল মিল্লাত দাখিল মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং নিষ্ঠার জন্যই তাঁকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকছেদ আলী (পদাধিকার বলে সদস্য সচিব), অভিভাবক সদস্য মো. আব্দুর রহমান এবং সাধারণ শিক্ষক সদস্য হিসেবে আব্দুল হালিম।
চিঠিতে উল্লেখ করা হয়, এডহক কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। এডহক কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।