শাহবাগ অবরোধ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যরা চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। আজ সোমবার (২৩ জুন) দুপুর ১টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অতিক্রম করে শাহবাগে পৌঁছানোর পর আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে থামাতে চায় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে বসে পড়ে অবরোধ শুরু করেন তারা। আন্দোলনের কারণে বন্ধ রয়েছে যানবাহন চলাচল।
আন্দোলনকারীদের দাবি, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার পর সারাদেশের বিডিআর ইউনিটে বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে যেসব সদস্যদের চাকরিচ্যুত ও নিপীড়নের শিকার করা হয়েছে—তাদের সকলকে পূর্ণ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। এতে ৭৬তম ব্যাচসহ বিপুলসংখ্যক নিরীহ সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন তারা।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. পিলখানাসহ দেশের সকল বিডিআর ইউনিটে গঠিত বিশেষ আদালত ও সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত সব সদস্যকে পূর্ণ রাষ্ট্রীয় সুবিধাসহ পুনর্বহাল করতে হবে।
২. পিলখানা হত্যাকাণ্ড তদন্তে গঠিত শর্তযুক্ত কমিশনকে একটি পূর্ণাঙ্গ, স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তর করতে হবে। এই কমিশনের কার্যকারিতা সীমাবদ্ধকারী সকল বিধিনিষেধ, বিশেষ করে প্রজ্ঞাপনের “ব্যতীত” শব্দ এবং ২-এর (ঙ) ধারাটি বাতিল করে নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনার সুযোগ দিতে হবে। একই সঙ্গে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে কারাবন্দি নিরপরাধ সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
৩. ২০০৯ সালের ঘটনার পর ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ন্যায়পরায়ণ সেনা কর্মকর্তাদের পুনর্বাসনের দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে তারা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী বাহিনী ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’ নামটি পুনঃস্থাপনের দাবি জানান।