কেন্দুয়া থানা © সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়ায় ছেলের বাসায় যাওয়ার পথে সিএনজি দুর্ঘটনায় রাহেলা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে কেন্দুয়া- নেত্রকোনা মহাসড়কে এ ঘটনাটি ঘটে । নিহত রাহেলা বেগম জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে রাহেলা তার মেয়েকে নিয়ে সিএনজি যোগে কেন্দুয়া যাওয়ার পথে সিংহেরগাও ক্লাব মোড় এলাকায় এসে তাদের বহনকারী সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনের সিএনজির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় নিহত রাহেলাসহ একজন ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়।আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহেলাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান,নিহত রাহেলা তার মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে কেন্দুয়ায় যাচ্ছিলেন। কেন্দুয়া থেকে হিমাচল বাসে নারায়ণগঞ্জের কাঁচপুরে ছেলের বাসায় যাওয়ার কথা ছিল তার। কিন্তু কেন্দুয়া যাওয়ার পথে সিংহেরগাও ক্লাব মোড় এলাকায় এসে তাদের বহনকারী সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনের সিএনজির সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে রাহেলাসহ একজন ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহেলাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালে রাখা আছে। পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।